খুলনা সরকারি কলেজ, খুলনা নামে কলেজের নতুন নাম
সরকারি জয়বাংলা কলেজ, খুলনা’র নাম পরিবর্তন করে নতুন করে রাখা হয়েছে ‘খুলনা সরকারি কলেজ, খুলনা। গত ২৮ জুলাই ২০২৫ মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এর নোটিশ অনুযায়ী, সরকারি জয়বাংলা কলেজ, খুলনা এর নাম পরিবর্তন করে খুলনা সরকারি কলেজ, খুলনা রাখা হয়েছে।
![]() |
প্রতিষ্ঠানটির নতুন লোগো |
সোমবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোট ৪টি সরকারি কলেজের নাম এবং ২১টি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। এ ক্ষেত্রে অধিকাংশ প্রতিষ্ঠানে আগের নাম থেকে নিরপেক্ষ বা ভৌগলিকভিত্তিক নাম যুক্ত করা হয়েছে।
উক্ত তথ্য সংগ্রহ করা হয়েছেঃ https://shed.portal.gov.bd/sites/default/files/files/shed.portal.gov.bd/moedu_office_order/65ee02a8_5523_4399_8f6b_5b5679e5fc37/929.pdf