স্থগিত হওয়া দুটি এইচএসসি পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনার প্রেক্ষাপটে স্থগিত হওয়া ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা একই দিনে(সকাল, বিকেল) নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কবে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, তা এখনো নির্ধারিত হয়নি।

সংগৃহীত


বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। এ সময় তিনি বলেন ‘২২ এবং ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা একই দিনে(সকাল বিকেল) নেওয়া হবে। যেদিন এই পরীক্ষা নেওয়া হবে, সেদিন সকাল ও বিকেলে যথাক্রমে ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কবে এই পরীক্ষা নেওয়া হবে, তা খুব শিগগিরই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’

রুটিন অনুসারে ২২ জুলাই রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা)/ইতিহাস দ্বিতীয় পত্র/গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র/উত্পাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪ জুলাই অর্থনীতি প্রথম পত্র/প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা।

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ঘটে ভয়াবহ প্রাণহানি ও আহতের ঘটনা। এই ঘটনায় সোমবার (২১ জুলাই) বেলা একটার কিছু পর মাইলস্টোনের একাডেমিক ভবনে বিমানটি বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এ দুর্ঘটনায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন এবং দেড় শতাধিক শিক্ষার্থী ও স্টাফ আহত হয়েছেন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url