অবশেষে ভারতও যোগ দিচ্ছে ACC এর ঢাকার সভায়

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা নিয়ে শুরুতে ধোঁয়াশা দেখা দেয়, কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঢাকায় প্রতিনিধি পাঠাতে অস্বীকৃ
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা নিয়ে শুরুতে ধোঁয়াশা দেখা দেয়, কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঢাকায় প্রতিনিধি পাঠাতে অস্বীকৃতি জানায়। শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডও (এসসি ও এসিবি) বিসিসিআইয়ের অবস্থানে যোগ দেয়, ফলে ঢাকায় এসিসির সভা আয়োজন অনিশ্চিত হয়ে পড়ে এবং একইসঙ্গে ঝুলে যায় আসন্ন সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপের ভবিষ্যৎ।

© উইকিপিডিয়া



তবে পরে ধোঁয়াশা কেটে যায়, কারণ আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধি ঢাকায় আসার সিদ্ধান্ত নেয় এবং ওমান থেকেও সরাসরি প্রতিনিধি সভায় অংশ নেবেন। বিসিসিআই ও নেপাল ক্রিকেট বোর্ড ভার্চুয়ালি সভায় যুক্ত হবেন, তবে শ্রীলঙ্কার প্রতিনিধি সরাসরি অংশ নেবেন নাকি অনলাইনে, তা এখনও নিশ্চিত নয়।


এসিসির এই বার্ষিক সাধারণ সভা ঢাকায় প্রথমবারের মতো আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যা নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সভায় প্রধান আলোচ্য বিষয় থাকবে সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ, যার আয়োজক ভারত হলেও টুর্নামেন্টটি টি-২০ ফরম্যাটে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হতে পারে।


বিসিবি সভাপতি জানান, তারা কেবল এসিসিকে লজিস্টিক সাপোর্ট দিচ্ছেন, পুরো আয়োজন এসিসির নিজস্ব প্রোগ্রাম। কারা সভায় অংশ নেবে, সেটি সম্পূর্ণ এসিসির সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি। এসিসির বর্তমান সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি মঙ্গলবার বাংলাদেশে পৌঁছেছেন সভায় অংশ নিতে।

About the author

Hossain Hawlader
I write regularly about science and technology. Publisher Profile

Post a Comment

আমাদের শর্তাবলী ও নীতিমালা অনুসরণ করে মন্তব্য করতে হবে।